রাস্তার জল বাড়িতে ঢোকার ফলে
সমস্যা দুরকরতে পৌঁছান ডেপুটি মেয়র তাবাস্সুম আরা
কাজল মিত্র
:-কুলটি বিধান সভার বরাকর এর বোরিংডাঙ্গাল ওয়ার্ড নম্বর 70 বৃষ্টির ফলে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে যার ফলে রাস্তায় জল জমে থাকে ।যাতায়াত এর ভীষন কষ্ট হয় এছাড়াও অনেকের বাড়িতেও রাস্তার জল ঢুকে যায় সেকারনে সেখানকার স্থানীয় লোকেরা আসানসোল কর্পোরেশন অফিসে জানায় এবং ঘটনাটি আসানসোল কর্পোরেশন ডেপুটি মেয়র তাপাসুম আরা কে ফোন করে জানানো হয়। ঘটনার খবর পেয়ে বরাকর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয় এবং তিনি সেখানে তারা পরিদর্শন করতে আসেন সেই জলমগ্ন এলাকা এবং তিনি স্থানীয় মানুষদের আশ্বাস দেন যে আশে পাশের বাড়ির নালা জাম হয়ে যাবার কারণে এই জল জমে পড়ে। তিনি বলেন বন্ধ নালাগুলি খুব শীঘ্রই পরিষ্কার করে দেবেন এবং ইঞ্জিনিয়ার দের নির্দেশ দেন এলাকায় সমস্যা দেখার জন্য ।