কাজল মিত্র
বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে। ফের লকডাউনের প্রভাবে বাংলা – ঝাড়খণ্ড বর্ডার এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা বাড়লো।করোনা ভাইরাসের সংক্রমণ দিনের দিন বেড়েই চলেছে আর এই করোনা ভাইরাস থেকে রাজ্যবাসীকে বাঁচানোর জন্য পুনরায় সম্পূর্ণ ভাবে তিনদিনের লকডাউন এর ঘোষণা করেছে রাজ্য সরকার ।রাজ্যসরকারের ঘোষণা অনুযায়ী২৩, ২৫, ও ২৯ জুলাই এই লকডাউন সম্পূর্ণ ভাবে থাকবে।এছাড়া বাংলা ঝাড়খণ্ড বর্ডার এলাকায় রইবে পুলিশের কড়া নিরাপত্তা।খাদ্যদ্রব্য সামগ্রিক যানবাহন,এম্বুলেন্স, কাঁচা-শাকসবজি,পেট্রোপণ্যের গাড়ি ছাড়া সমস্ত যানবাহন এর প্রবেশ নিষেধ রয়েছে।আর এরমধ্যেই পশ্চিমবর্ধমান জেলার আসানসোল, কুলটি,বরাকর, সালানপুর,রূপনারায়নপুর অঞ্চলে এদিন সকাল থেকেই লকডাউনের প্রভাব চোখে পড়ল।সমস্ত দোকান পাট বন্ধ,থাকলেও কিছু মানুষ প্রশাসনের নির্দেশ কে তোয়াক্কা না করেই মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে।তবে পুলিশের কড়া নজরদারী চলছে রাস্তায় রাস্তায়।সমস্ত বর্ডারও সিল করে দেওয়া হয়েছে ।