কমল বড়া
ধাপে ধাপে বাড়ছে করোনা ভাইরাস এর সংখ্যা,তাও হুশ ফিরছে না কালনা বাসীর একাংশের, আজও মাস্ক ছাড়া ও মাস্ক পড়লেও বিনা কারণে রাস্তায় বেরোবেন না। অনেকেই করনা ভাইরাসের চেন ভাঙতে সন্ধ্যে থেকে লোকডাউন ঘোষণা করেছিল কালনা মহকুমা শাসক, তাই সন্ধ্যে থেকে কড়া পদক্ষেপ নিতে শুরু করলো কালনা থানার পুলিশ, তাই বৃহস্পতিবার সকাল হতেই শুনশান কালনা শহর, কালনার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কালনা থানার পুলিশ,বিনা কারণে রাস্তায় বেরোলে আটক করা হচ্ছে জনসাধারণকে,বন্ধ বাজার হাট দোকানপাট, মোড়ে মোড়ে সজাগ রয়েছে কালনা থানা পুলিশ,মাস্ক ছাড়া ও বিনা কারণে বেরোলেই জুটবে পুলিশের হুঁশিয়ারি ও আটক, লকডাউনের শেষ ল্যাপে কথা শুনবে না পুলিশ। অকারণে রাস্তায় দেখলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা।বার বার বলেও বাগে আসেনি কালনা শহর । লকডাউনের গুরুত্ব বোঝাতে মাইক নিয়ে প্রচার করেছে পুলিশ। পুরসভাগুলির তরফেও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। কিন্তু এখনও বাগে আসেনি কিছু লোক। লকডাউনের রাস্তাকে প্রতিনিয়ত আড্ডার জায়গা মনে করছে তারা। মেইন রোডে এসব না হলেও পাড়ার অলিতে গলিতে এখনও কান পাতলেই শোনা যাচ্ছে জমাটি আড্ডা। সূত্রের খবর, বিকেলের পর থেকেই কার্যকর হওয়া লকডাউনেই কড়া নজর থাকবে পুলিশের। এ জন্য রাস্তায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিংও করা হয়েছে। প্রয়োজন ছাড়া রাস্তায় কোনও গাড়ি বেরিয়েছে কি না তাও খতিয়ে দেখছে কালনা থানার পুলিশ। একই সঙ্গে পেট্রলিং কারের মাধ্যমেও রাস্তায় রাস্তায় নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর। অযথা-অকারণ কোনও জমায়েত দেখলে ব্যবস্থা নিতে পুলিশ পিছপা হবে না বলেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।লকডাউনের মধ্যেও শহরের বিভিন্ন জায়গায় অযথা জমায়েত, জটলা না করার বিষয়ে প্রচার চালানো হচ্ছে পুলিশের তরফে।
125 12,89,834