সাধন মন্ডল
করোনা প্রতিরোধে সচেতনতায় সাধারণ মানুষের কাছে সারেঙ্গা থানা পুলিশ প্রশাসন। দিন দিন সারাদেশের সাথে আমাদের রাজ্যে তথা বাঁকুড়া জেলাতে করোনার প্রকোপ বাড়ছে সেই প্রকোপ কে ঠেকাতে নানান পরিকল্পনা নিচ্ছেন রাজ্য সরকার। মানুষের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। সারা জেলায় পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও স্বাস্হ্য সচেতন করতে রাস্তায় রাস্তায় হাজির হয়েছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে থানার আইসি, ওসি ও পুলিশ কর্মীরা। জঙ্গলমহলের সারেঙ্গা থানার উদ্যোগে সারেঙ্গা বাজার, পিরোলগারি মোড় সহ ব্লকের বিভিন্ন এলাকায় পুলিশ সচেতনতা মিছিল করে ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। উপস্থিত ছিলেন সারেঙ্গা থানার আইসি সূর্য শংকর মন্ডল। এছাড়া রাজ্য সরকারের লকডাউন বিধি যাতে সঠিকভাবে পালিত হয় সে ব্যাপারে ও সাধারণ মানুষকে সচেতন করেন সারেঙ্গা পুলিশ-প্রশাসন।পুলিসের এই উদ্যোগে খুশী এলাকাবাসী।
116 12,89,834