উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
জয়নগর : আবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হলোএক কৃষক। জমিতে চাষ করা কালীন বজ্রাঘাতে মৃত্যু হলো এক কৃষকের। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার বহড়ু ক্ষেএ গ্রাম পঞ্চায়েতের উওর মিঠানি গ্রামে। মৃতের নাম কালীপদ বর (৪৮)।স্থানীয় সূএে জানা গেল, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের জমিতে চাষের কাজ করছিল কালীপদ। এমন সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামে আর সেই সময় বাজ পড়ে মৃত্যু ঘটে কালিপদ বরের।স্থানীয় মানুষজন রাতে কালীপদকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান স্নেহাশীষ নাইয়া সহ আরো অনেকে। বুধবার সকালে পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেল। এই ঘটনায় বহড়ু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
113 12,89,834