উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
,গোসাবা :আমফানে প্রচুর ম্যানগ্রোভ নস্ট হয়ে গেছে সুন্দরবনে।আর তাই সরকারের পাশাপাশি সুন্দরবনে ম্যানগ্রোভের চারা বসাতে এগিয়ে এলো এক বেসরকারি সংস্থা।সুন্দরবন ফাউন্ডেশন সংস্থার উদ্যোগে এক লাখ ম্যানগ্রোভের চারা বসানোর কাজ চলছে এখন সুন্দরবনে।এই সংস্থার চেয়ারম্যান প্রসেনজিৎ মন্ডল জানালেন,আপাতত গোসাবার বালি ২ নং গ্রাম পঞ্চায়েতের বিদ্যা জঙলের কাছে বিদ্যাধরীর চরে এক লাখ ম্যানগ্রোভের চারা লাগানোর ব্যবস্থা করেছি।ইতিমধ্যে ৪০-৪৫ হাজার চারা বসানো হয়ে গেছে।এই কাজে গ্রামের মহিলাদের মজুরির ভিওিতে কাজে লাগানো হয়েছে। গ্রামের ২৫-৩০ জন মহিলাকে দৈনিক ১৫০ টাকা করে মজুরি দিয়ে এই গাছ লাগানো হচছে। এতে যেমন গ্রামের মহিলাদের একাধারে রুজি-রোজগার হচছে, অন্যদিকে সুন্দরবনে ম্যানগ্রোভ ও লাগানোর কাজ দ্রুত হচ্ছ। প্রসেনজিতের এই কাজে খুশি খোদ প্রশাসনিক আধিকারিক। কয়েকদিন আগে সরকারি উদ্দ্যোগে গোসাবার বিডিও সৌরভ মিএ নিজ হাতে ম্যানগ্রোভের চারা বসিয়েছেন। তিনি বলেন,সুন্দরবনকে বাঁচাতে এই ভাবে সবাই কে এগিয়ে আসতে হবে। ম্যানগ্রোভের চারা বসাতে হবে আরো বেশি বেশি করে।কারণ ম্যানগ্রোভ উদ্ভিদ নদীর বাঁধকে ভাঙ্গনের মুখ থেকে রক্ষা করবে।রক্ষা করবে সুন্দরবনকে।