উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
, কুলতলি : গত ৪ ও ১৯ শে জুলাই কুলতলির মৈপীঠে রাজনৈতিক সংঘর্ষের পর থেকে এলাকার মানুষ গভীর সংকটে।করোনার কারনে এমনিতেই সাধারণ অসহায় মানুষের জীবন জীবিকা সংকটে। তাঁর উপর এই রাজনৈতিক সংঘর্ষের পর থেকে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।আক্রান্তরা আতংকে দিশেহারা। স্বাস্থ্য পরিষেবা গ্রহন করতে পারছে না। কোনো অভিযোগ নিয়ে গেলে তা গ্রহণ করছে না মৈপীঠ উপকূল থানা। তাই এলাকায় শান্তি ফেরানো, মৈপীঠে রাজনৈতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্থ মানুষের সরকারি সাহায্য ও চাকরি দেওয়া, এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করা সহ ৬ দফা দাবির ভিওিতে বুধবার দুপুরে বারুইপুর পুলিশ জেলার সুপার ও বারুইপুর মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন দিলো এপিডিআর এর দক্ষিন ২৪ পরগনা জেলা শাখার প্রতিনিধিরা।
120 12,89,834