পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষ এবং বস্ত্রদান মোহনপুরে।
সৈয়দ রেজওয়ানুল হাবিব
আজ মোহনপুর অগ্রগামী ক্লাব আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্রদান এবং বৃক্ষ দান করা হয় অনুষ্ঠানের শুরুতে বিশ্বশান্তির উদ্দেশ্যে ২ টি পায়রা উড়ানো হয়।পায়রা উড়ান সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান ও এভারেষ্ট জয়ী সেখ সাহাবুদ্দিন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক জনাব আবু সিদ্দিক খান, সম্প্রতি এভারেষ্ট ও কাঞ্চনযঙঘা পর্বত জয়ী একমাত্র বাঙালী মুসলিম সেখ সাহাবুদ্দিন, সেখ লালু, ক্লাব সম্পাদক আব্দুস সামাদ, সভাপতি সেখ রিন্টু,সঞ্চালক সেখ সাবির আলি ও থ্যালাসীমা সেন্টারের রাজ্য কমিটির সদস্য আব্দুস সালাম, শ্রী দিপক ঘোষ, খড়দাহ থানার আই.সি দেবব্রত মন্ডল, সিরাতের রাজ্য সভাপতি সেখ আবু তালেব, আব্দুল আজিজ আনসারী, রিয়াজুল ইসলাম ও সাজ্জাদ আলি প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে আবু সিদ্দিক খান বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রক্তদান শিবির ও বৃক্ষদান কর্মসুচী যথেষ্ট শান্তি ও সম্প্রীতি রক্ষার নজির তৈরি করলো ক্লাব কর্তৃপক্ষ।সারা পৃথিবীতে কথায় রক্ত নিয়ে হলি খেলা হচ্ছে নির্বিচারে নিরীহ মানুষের নানাকারনে প্রাণ কড়ে নেওয়া হচ্ছে, আবার কথাও মানুষ রক্তদান করে একাধিক অসহায় মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর প্রয়াস চলছে। যেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ক্লাব সম্পাদক বলেন এ দিন পুরুষ ও মহিলা মিলে ৮৫ জন রক্তদান করেন,আমরা ৫৬ জনকে বস্ত্র ও বৃক্ষ দান করতে পেরে নিজেদেরকে কৃতজ্ঞ মনে করছি।