সোমনাথ ভট্টাচার্য
তৃণমূলের বিকল্প নেই।আচ্ছা বলুন তো বিজেপির নেতা কে আছে?যদি দিলীপ ঘোষ কে দেখে বিজেপি করতে হয় সেটা লজ্জার।কৃষ্ণনগরে বিজেপি হেরে যাওয়ায় যে বলেছিল,হিন্দুরা মরছে মরুক। শুধুমাত্র হিন্দুত্ববাদী একটা দল পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসতে পারে না। প্রয়োজন আছে আত্মসমালোচনার। রাজনীতি করতে গেলে টাকার প্রয়োজন তা বলে সেই টাকা 100 দিনের কাজ থেকে নয়। গরিব মানুষের বাড়ি তৈরিতে থেকে ভাগ নেওয়া নয়। শুধুমাত্র গোষ্ঠী বাজির ‘জন্য তৃণমূলের এই অবস্থা। আমি অমুক দাদার লোক আমি তমুক দেখার লোক এই পরিচয় রাজনীতি করলে দলের জন্য নয় নিজের জন্য ভাবছে সে। গোষ্ঠী ঊর্ধ্বে দলের স্বার্থে কাজ করতে হবে ।শুধুমাত্র দিদিকে বল কার্ড বিলি করলেই হবে না বাস্তবে যেতে হবে মানুষের কাছে। তবেই সাফল্য মিলবে। গত নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূল এর এক শ্রেণীর কর্মীদের অত্যাচারে।তাদের পুনরায় ফিরিয়ে আনতে হবে। এ দিন এক সাক্ষাৎকারে একথা জানান তৃণমূল নেতা মেহেবুর রহমান, তিনি আরো বলেন চিরকাল দলটা করে আসছি দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে,আগামী দিনে দল যা নির্দেশ দেবে তা পালন করব।