সেখ সামসুদ্দিন
মেমারি থেকে হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে একাদশ ও জেলায় প্রথম স্থানাধিকারী সাদিয়া বানুকে মেমারির বিধায়ক নার্গিস বেগম শুভেচ্ছা জানালেন ও আশীর্বাদ করলেন উজ্জ্বল ভবিষ্যত ও মানুষের মত মানুষ হওয়ার জন্য। তিনি বলেন সাদিয়া বানুকে শুভেচ্ছা জানানো সমস্ত ছাত্রীদের উৎসায়িত করার জন্য। বার্তা দেন সাদিয়া বানুকে অনুসরণ করে যেন ছাত্রীরা আরও ভাল ফল করে। মেয়েরা পিছিয়ে নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, মেয়েরা বিমান চালাচ্ছে, যুদ্ধ করছে, মহাকাশে যাচ্ছে। সুতরাং সাদিয়া বানু একা নয় মেয়েদের এগিয়ে যেতে হবে। আজ সাদিয়া জেলায় প্রথম আগামীতে রাজ্যে প্রথম হতে হবে।
102 12,89,834