সাধন মন্ডল
শহীদ দিবস পালন করল রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। বাগজাতা মোড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল একুশে জুলাই। শহীদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। বিধায়ক শহীদ স্মরণ করতে গিয়ে আজকের দিনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি তর্পণ করেন এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন বিজেপি সরকার টা একটা দুর্নীতিবাজ সরকার মিথ্যাবাদী সরকার নরেন্দ্র মোদি সরকার মুখে যে কথা বলেন সে কথা বাস্তবের সাথে কোন মিল নেই। তিনি আমফানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে 1000 কোটি টাকার ঘোষণা করেছিলেন কিন্তু সেই টাকা আজও আমাদের সরকার পায়নি বলে অভিযোগ করেন বিধায়ক। একুশে জুলাই এর তাৎপর্য বিশ্লেষণ করে বিধায়ক আগামীএকুশের নির্বাচনের প্রস্তুতির কথা তুলে ধরেন উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের কাছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য বড় পর্দায় তুলে ধরা হয়।। আজকের অনুষ্ঠানটি পরিচালনা করেন চিল তোড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ প্রসাদ মিশ্র। তবে এখানে উল্লেখ্য আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলের মুখে মাস্ক ছিল যাদের ছিল না তাদের হাতে মাস্ক তুলে দেন বিধায়ক। এছাড়া সারেঙ্গা, রায়পুর, সোনাগাড়া, ফুলকুসমা, মটগোদা, ধানাড়া, হলুদকানালী সহ বিভিন্ন জায়গায় শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।