উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
, জয়নগর : দক্ষিণবঙ্গে সরকারিভাবে বর্ষা ঢুকে গেছে অনেক আগেই। গ্রামবাংলায় পুকুর-ডোবা গুলো কমবেশি হয়েছে জলমগ্ন।সোমবার রাতে জয়নগর মজিলপুর পৌরসভার ব্যানার্জি পাড়ার একটি পুকুর থেকে ধরা পড়ে বিলুপ্ত প্রজাতির প্রায় সাত কেজি ওজনের একটি শাল মাছ। মাছটি ধরেন সঞ্জয় রায় নামে স্থানীয় এক যুবক। শাল মাছের বৈজ্ঞানিক নাম চান্না মারুলুস।সারা পৃথিবীতে প্রায় ২৫ রকমের শাল মাছ দেখা যায় যাকে আবার অনেকে স্নেক হেড ফিস ও বলে থাকে। জয়নগর থেকে এদিন যে প্রজাতিটি ধরা পরেছে সেটি মূলত চান্না ওউরিটিমেকুলেটা প্রজাতির। এ টি এতই বড়ো যে মাছটিকে দেখতে স্থানীয় মানুষজনের ভীড় জড়ো হয়ে যায়। ভারতে পাওয়া যায় মূলত দু থেকে তিন রকমের প্রজাতি। সম্প্রতি কেরলের একটি পুকুর থেকে শাল মাছের একটি বিলুপ্ত প্রায় প্রজাতি উদ্ধার হওয়ার পরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য।আর জয়নগরের পুকুর থেকে উদ্ধার হওয়া মাছ টিকে দেখতে কৌতূহলি মানুষের সংখ্যা প্রচুর ছিলো।
216 12,89,834