উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
, গোসাবা: আমফান কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে সুন্দরবন। আর এই সুন্দরবনের ভাঙন আটকাতে রাজ্য সরকার ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু করেছে। ১৪ ই জুলাই বনমহৎোসবে জেলা শাসক পি উলগানাথন বাসন্তীর ঝড়খালিতে নিজে হাতে ম্যানগ্রোভের চারা লাগিয়ে এই প্রকল্পের সূচনা করেছেন। তাঁর পর থেকে সুন্দরবনের বিভিন্ন ব্লকের নদী তীরবর্তী এলাকায় এই গাছ লাগানোর কাজ চলছে। শনিবার গোসাবার বিডিও ও পঞ্চায়েত সমিতির উদ্দ্যোগে এই কাজ হয়ে গেল গোসাবায়। গোসাবার বিডিও সৌরভ মিএ নিজে হাতে নদীর ধারে এই গাছ বসান।১০০ দিনের কাজের মধ্যে দিয়ে এই গাছ লাগানোর কাজ চলছে বলে জানা গেল ।
115 12,89,834