উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
, কুলতলি : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আগামী ২১শে জুলাই শহীদ দিবস পালন সংক্রান্ত বিষয়ে কুলতলি বিধানসভার বাইশহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে রবিবার সকালে কুলতলির কিল্লা দুর্গানগরে এক বিশেষ প্রস্তুতি সভা হয়ে গেলো। ঐ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুলতলি ব্লক ও বিধানসভার সভাপতি গোপাল মাঝি| এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক সভাপতি নূরহোসেন গাজী, কার্যকরী সভাপতি মোশারফ মোল্লা,ফজলু হক, কাদের হালদার, আলীনুরমোল্লা, খালেক সিপাই, হাসেম মোল্লাসহ আরো অনেকে। ঐ সভায় ঠিক হয় আগামী ২১ শে জুলাই সকাল ৯-১০ টার মধ্যে প্রতিটি বুথে “শহীদ দিবস ” পালন করা হবে|