ব্যতিক্রমী
দীপঙ্কর সমাদ্দার
কত পুরুষ গলায় বিষ ধারণ করে
নীলকন্ঠ হয়েছে
নারী খবর রাখো কি তার?
ব্যতিক্রমী কিছু পুরুষের জন্য
পুরুষ জাতটার দিকে
আঙ্গুল তুলছো বারবার ।
তুমিতো জানো আজও
পুরুষই নিরাপদ আশ্রয়
মাতৃ ভাবনায় ঘিরে রেখেছে তোমায়।
যে তোমার বাবা, সে কিন্তু পুরুষ
যে তোমার দাদা, সেও কিন্তু পুরুষ
যে তোমার, জ্যাঠা কিংবা কাকা
সেও কিন্তু পুরুষ
তবে কেন পুরুষ জাতটাই নোংরা ?
সেটা বলা বা ভাবার আগে
ব্যতিক্রমী শব্দটা যুক্ত করো,
যেমন ব্যতিক্রমী নারী
নিজের স্বার্থসিদ্ধির জন্য পুরুষের কন্ঠে
তুলে দিচ্ছে কঠিন বিষ
অজস্র নারীর লালসার শিকার হয়ে
পুরুষ বেছে নিচ্ছে মৃত্যুছায়া,
ভালোবাসাকে ব্র্যান্ডিং করে
পুরুষের কবরে ঠুকে দিচ্ছে
কফিনের শেষ পেরেক।
বিষয়টা তাহলে পুরুষ-নারী নয় ,
বিষয়টা হলো ব্যতিক্রমী।।
128 12,89,834