দীপঙ্কর চক্রবর্তী
সোমবার পারুলিয়া বাজারে অবস্হিত কালেখাঁতলা ২ নং অন্চল অফিসে এক জরুরী সভায় পূর্বস্হলী ২ নং ব্লক বি,ডি,ও সৌমিক বাগচী,পূর্বস্হলী থানার আই,সি, সহঃ সভাপতি তপন চ্যাটার্জী,প্রধান, উপপ্রধান ঠিক করে ঘোষনা করেন আগামী কাল থেকে সকাল ৬-১১ পর্যন্ত মাছ ও সব্জী,আড়ৎ খোলা থাকবে, দুপুর ১১-৭ অন্যান্য সকল প্রকার দোকান খোলা থাকবে।বাজারে সকলে মাস্ক পরে আসবে।তাছাড়া কাউকে মাল বিক্রি করা যাবে না।আর দূরত্ব বজায় রেখে চলতে হবে।পারুলিয়া বাজারে সকাল থেকে রাত্রি পর্যন্ত স্হানীয় ও দূরদূরান্তের বিভিন্ন গ্রামের প্রায় ৩০ টি গ্রামের মানুষ,দুরের পাইকাররা এসে সব্জী,জিনিষ ক্রয় করে। এখানে দুটি ব্যাঙ্ক রয়েছে।তিনটি এটিএম ও আছে তাই মানুষের প্রচুর আনাগোনা হয় এখানে। করোনা ভাইরাস এখানে যেন না ছড়ায় তাই এই ব্যাবস্হা বলে প্রসাশনের আধিকারীকরা জানান।ব্যাবসায়ীদের এদিকে অন্যান্য দোকানদাররা ভিন্ন মত পোষন করেন।কেউ কেউ বলেন আমরা এগারোটায় খুলে কি করবো।দুপুরে লোক জন আসেন না তখন সব ফাঁকা থাকে।প্রসাশন যে সময় বেঁধে দিয়েছে তাই আমাদের মেনে চলতে হবে।
106 12,89,834