কুলটি বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে নিয়ামতপুরে মহা মিছিল
কাজল মিত্র
২১শে জুলাই শহীদ দিবস কে সামনে রেখে কেন্দ্র সরকারের দুর্নীতির বিরুদ্ধে কুলটি বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জীর নেতৃত্বে কুলটি নিয়ামতপুরের লছিপুর গেট থেকে নিউরোড পর্যন্ত পায়ে হেঁটে বিশাল প্রতিবাদ মিছিল করা হয় ।
এই প্রতিবাদ মিছিলে সহস্র মানুষ যোগদান করে পায়ে পা মিলিয়ে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি ও কূটনৈতিক নীতির বিরোধিতা করেন ।এদিন
বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী বলেন কেন্দ্রে মোদি সরকার আসার পর থেকে দিনের পর দিন মানুষকে শোষণ করে চলেছে,মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে এই সরকার গঠন করা হয়েছে,সারা দেশে কোরোনা মহামারীর সময় মোদি সরকারের উচিত ছিলো ভারতের জনগণের পাশে দাঁড়ানো,তা না করে মোদি সরকার দিনের পর দিন সাধারণ মানুষের শোষণ করে চলেছে।এই মহামারীতে দিনের পর দিন পেট্রোল,ডিজেল,রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করে চলেছে, তাছাড়া রেল ও কোল ইন্ডিয়াকে বেসরকারিকরনের সিদ্ধান্ত নিয়েছে,পুরো দেশকে বিক্রি করতে চাইছে এই মোদি সরকার।
তাই মোদি সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে এবং সামনে ২১শে জুলাই তার পরিপ্রেক্ষিতে এই মহামিছিল করা হলো।এই প্রতিবাদ মহামিছিলে কুলটি বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহেশ্বর মুখার্জী,এম.আই.সি মীর হাশিম, মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি মৌমিতা সেনগুপ্ত সহ আরো নেত্রীবৃন্দ ও কর্মীবৃন্দ।