পৃথিবী
সৌমেন হোড়
যুগ যুগ হতে ঘুরছি,
বিন্দু মতি, চন্দ্র আমি।
রুপ আছে বলে, উপমা তে
লাগায় কবি,গুণী।
তুমি কি-এত টুকুও
আকর্ষণ করনি?
জানি আমি, মুগ্ধ তুমি,
মুগ্ধ চতুর্দিক।
তুমিও ঘোর মাতালের মত
হারিয়ে দিগ্বিদিক।
রাগ হয় বটে,সূর্য্যিটাকে,
যদি পাই হাতে।
তবু তো জানি তোমার জন্য,
পরাজিত ওর কাছে।
কলঙ্ক তোমায় দেব না তো
দেব কিরণমালা।
জোয়ার তুলে মেটাবো আমি,
মনের ভীষণ জ্বালা।
গুণী,মিথ্যুক তুমি,
বৃথা উপমা সাজাও।
রুপ-ই যদি আছে ,কই?
ঘোরে না তো কেও পাছে।
চিৎকারে কেমনে বলিব,
এ ধিৎকারের কথা।
কেমনে সহিব,
এ অসহ্য ব্যথা।
খনিকের তরে পাবো বলে,
ঘুরছি, যুগ হতে যুগান্তরে।
কেও নেই, মম এ অন্তরে।
সবুজের নেশায় তুমি,
অবুঝ হয়ো না।
কাঁপছে মন থর থরি,
উঠছে বেদনা।
-------সমাপ্ত-------
122 12,89,834