ওয়াসিম বারি ,
তৃণমূলের দুই গোষ্ঠির সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া(১)পঞ্চায়েতের আমতলা বাজার,আহত ৩ এলাকায় উত্তেজনা। ।দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী আরসাদুল হকের অভিযোগ আজ সকালে আমতলা বাজারে থাকাকালীন স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী বাপ্পা লোকজন নিয়ে বাঁশ,ইঁট নিয়ে হঠাৎ তার উপর আক্রমণ করে বেধড়ক মারধর করা হয় সেই সময় স্থানীয় দেগঙ্গা থানার এক সিভিক ভলিন্টিয়ার সাইফুদ্দিন মোল্লাকে ও ( সম্পর্কে আরশাদুলের শালা) বাঁশ,লাঠি,ইঁট দিয়ে মারধর করে জামা ছিঁড়ে নেয়।ঘটনায় দুপক্ষের মারামারিতে তিন জন গুরুতর জখম হন।স্থানীয় সূত্রে জানা যায়, আহত আরসাদুল হক মফিদুল হক সাহাজির অনুগামী বলে পরিচিত অপরদিকে পঞ্চায়েত সদস্যার স্বামী বাপ্পা মন্ডল বিধায়ক রহিমা মন্ডলের অনুগামী,এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধোরে এই বিবাদ ও প্রায় এলাকায় হয় বোমাবাজি।এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে দেগঙ্গার থানার ও সি লিটন রক্ষিতের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।