সুবল সাহা
রাসযনিক সারের পরিবর্তে জৈব্য সার ব্যাবহার করতে চাষিদের উদ্বুদ্ধ করতে এগিয়ে এল ভারতীয় কৃষক সমাজ। রবিবার উত্তর 24 পরগনা নীলগঞ্জ বেরাবেরিযা গ্রামে চাষী ভাইদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় । লক ডাউনের স্বাস্থ্য বিধি মেনে উদ্যক্তরা রাসয্নিক সার বর্জন করে জৈব্য সারের উপকারিতা বোঝাবার চেষ্টা করেন। চাষী ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তাঁরা। সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে চাষী ভাইদের পাশে দাঁড়াতে চায় এই সংস্থা বলে জানান সংস্থার সম্পাদক তন্ময় দে।