শ্যামল রায়
লোনের টাকা জমা দিতে গিয়ে ৫০০ টাকার নোট জাল। এই অভিযোগে কেতুগ্রাম থানার পুলিশ গ্রেফতার করল গ্রাহক মাম্পি বিশ্বাস এবং তার দেওর রকিবুল ইসলাম কে।
শনিবার কেতুগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে যে কেতুগ্রামের অবস্থিত ভারতীয় স্টেট ব্যাঙ্কে লোনের টাকা পরিশোধ করতে টাকা জমা দিতে গিয়েছিলেন মাম্পি বিশ্বাস নামে এক গ্রাহক। হাতে গিয়েছিলেন তার দেওর রাকিবুল ইসলাম। জানা গিয়েছে লোনের টাকা১০০২৫৮৮ জমা দিতে গিয়ে এরমধ্যে ১৬ টি ৫০০টাকার জাল নোট উদ্ধার করে ব্যাংকের কর্মচারীরা। পরে জালনোট সহ ওই মাম্পি বিশ্বাস এবং রাকিবুল ইসলামকে কেতুগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেন ব্যাংকের তরফ থেকে। জানা গিয়েছে কাটোয়া আদালতে তোলা হলে ধৃতদের চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে জালনোট চক্র কিভাবে কাজ করছে জানার জন্যই তারা পুলিশ হেফাজতে নিয়েছে ধৃতদের।