শ্যামল রায়
শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদ এর বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় কে শাসকদলের পরিকল্পনায় খুন হয়েছে। খুনের ঘটনা প্রকাশ্যে আনতে সিবিআই তদন্তের পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে বিজেপি বিক্ষোভ কর্মসূচি পালন করলো কাটোয়া মহকুমা শাসকের অফিসের সামনে।
এদিন কয়েকশো বিজেপির কর্মী-সমর্থকেরা মহকুমা শাসকের অফিসে সামনে জড়ো হয় এবং ক্ষোভে ফেটে পড়েন। বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের অভিযোগ আমাদের ওই বিজেপি বিধায়ক কে শাসক দল পরিকল্পনামাফিক বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে। খুনের প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের কঠোর শাস্তি দেয়া হোক। বিধায়ক খুনের ঘটনা যদি প্রকৃতপক্ষে প্রকাশ্যে না আনে সরকার তাহলে আগামী দিন আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলব গোটা রাজ্যজুড়ে। বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন ছিল কাটোয়া মহকুমা শাসকের অফিসের চত্বরে। পরে বিজেপি নেতারা মহকুমাশাসক প্রশান্ত রাজ শুক্লার কাছে একটি স্মারকলিপি জমা দেন।