শ্যামল রায়
শনিবার কাটোয়া মহকুমা হাসপাতালে সামনে পানুহাট অঞ্চল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর তরফ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। বামপন্থী যুব সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো আরো উন্নতি করতে হবে। এছাড়াও করণা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের উপযুক্ত সুরক্ষিত ব্যবস্থা করতে হবে। দিকে দিকে করোনা পরিস্থিতি খতিয়ে দেখে পরীক্ষা-নিরীক্ষা বাড়াতে হবে। এছাড়াও লকডাউন এর পরিস্থিতিতে এখনো পর্যন্ত মানুষ সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করছে না সচেতন ও তার প্রচার আরো জোরদার করার দাবি জানিয়েছেন নেতারা। উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক অঞ্জন চট্টোপাধ্যায় সহ একাধিক যুবনেতা।