অনুশ্রী কে শুভেচ্ছা জানালেন বারাবনি থানার আধিকারিক অজয় মন্ডল
কাজল মিত্র
:-মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম তথা পশ্চিম বর্ধমান জেলায় প্রথম স্থান দখল করলো বারাবনি বিধানসভার অন্তর্গত বালিয়াপুর গ্রামের বাসিন্দা অনুশ্রী ঘোষ।সে আসানসোল উমারানি গরাই মহিলা কল্যান স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সমগ্র পশ্চিমবর্ধমান সহ বারাবনি ব্লকের মুখ উজ্জ্বল করেছে এই অনুশ্রী ঘোষ যার প্রাপ্ত নম্বর ৬৮৪।তার ফল প্রকাশের পর থেকেই তাকে বারাবনি বিধায়ক সহ সমস্ত রাজনৈতিক দল থেকে তাকে অভিনন্দন জানানো হয়।অনুশ্রী আইআইটি পড়াশুনা করে ইঞ্জিনিয়ার হতে চায়।কিন্তু তার বাবার সামর্থ্য খুবই কম,সামান্য মধ্যবিত্ত পরিবারের থেকে বড় হয়েছে তার বাবা একজন সামান্য দিনমজুর তাই তার পাশে এসেছে দাঁড়িয়েছে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় থেকে আসানসোল মেয়র জিতেন্দ্র তেওয়ারী।
এবার অনুশ্রীর পাশে দাঁড়ালেন বারাবনী থানার আধিকারিক অজয় মন্ডল ।শনিবার বারাবনি থানার পক্ষ থেকে অনুশ্রী কে পুষ্পস্তবক মিষ্টি দিয়ে তাঁকে সংবর্ধনা জানান বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় কুমার মন্ডল তাছাড়া এই সংবর্ধনা অনুষ্ঠানে র মধ্যে দিয়ে অজয় বাবু সহ সকল পুলিশ কর্মীদের পক্ষ থেকে অনুশ্রীর হাতে পড়াশোনার খরচ এর জন্যে ৫০০০টাকা নগদ তুলে দেন।
একই সাথে বারাবনি ব্লক অফিস ও বারাবনি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়।এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ ঘোষ,যুগ্ম আধিকারিক শিবানী মুর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী সহ-সভাপতি সুকুমার সাধু, প্রদীপ মিশ্র সহ অন্যান্য কর্মীবৃন্দ