জুলফিকার আলি
উচ্চ মাধ্যমিক -২০২০ পরীক্ষায় বনমালীচট্টা হাইস্কুলে র সর্বোচ্চ নম্বর প্রাপক সুদীপ ঘোড়াই (৪৮৩) বিড়ি শ্রমিক পরিবারের সন্তান। তার বাবা গুরুপদ ঘোড়াই একজন প্যান্ডেল শ্রমিক। মা দুর্গা ঘোড়াই বিড়ি শ্রমিক। নুন অানতে পান্তা ফুরিয়ে যায় সংসারে। টিউশন পাওয়া সুদীপের পরিবারে বিলাসিতা ছাড়া কিছুই নয়।মাধ্যমিক পরীক্ষায় ও বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছিল।সদাশয় ব্যক্তিবর্গের অার্থিক সহযোগিতা পড়াশোনা চালিয়ে যেতে পেরেছিল। মারিশদা এলাকার ঘোড়াতলিয়া গ্রামে তার বাড়ী।পঞ্চম শ্রেণী থেকে স্কুলের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ পেয়ে অাসছে।উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরঃ বাংলা-৯৫,ইংরেজি ৯৪,গণিত ৯৩,পদার্থ বিদ্যা ৯৮,জীববিদ্যা ৯৮,রসায়ন ৯৮, মোট নম্বর ৪৮৩।সুদীপ ঘোড়াই’র জীবনের লক্ষ্য ডাক্তার হওয়া। কিন্ত দিনমজুর পরিবারের পক্ষে পড়াশোনা র জন্য খরচ যোগানো অসম্ভব। প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বলেন পঞ্চম শ্রেণী থেকেই সমস্ত শিক্ষকবৃন্দের সুনজরেই ছিল।সর্বস্তরের সহৃদয় ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সাহায্য, সহযোগিতা ও সহানুভূতি সুদীপের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সহায়ক হবে বলে অাশা প্রকাশ করেন বনমালীচট্টা হাইস্কুলে র প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন।
139 12,89,834