সুদিন মন্ডল,
এক মদ সাপ্লাইকারীকে তাড়া করে ধরলো গ্রামের মহিলারা। ভাতারের আড়া গ্রামের ঘটনা। ধৃতের নাম বাবু দাস,বাড়ি ভাতারের বড়বেলুন গ্রামে। রোজকার মতো সে যখন গ্রামে বংশী দাস,রবি দাসদের বাড়িতে মদ দিতে আসছিল,পাড়ায় ঢোকা মাত্রই প্রায় ৩০ জনের একটি মহিলার দল তাকে তাড়া করে ধরে ফেলে,বেশ কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রায় পঞ্চাশ লিটার মদ সহ বাবু দাসকে আটক করেছে ভাতার থানার পুলিশ।