জুলফিকার আলি
সিঅাইটিইউ, এঅাইটিইউসি, ইউটিইউসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, কর্মচারী ফেডারেশন, ১২ ই জুলাই কমিটি ও পেনশনার্স সমিতি, বিভিন্ন গণসংগঠন সমূহের সম্মিলিত উদ্যোগে লকডাউন বিধি মেনে কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারি করনের অপপ্রয়াসের বিরুদ্ধে কাঁথি রেলস্টেশন চত্বরে বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। সেই সাথে কাঁথি রেলস্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার তপন কুমার সোরেন কে ৪ দফা দাবীসমূহের ভিত্তিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচি তে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, সঞ্জিত দাস, সুতনু মাইতি, জয়দেব পণ্ডা, কৃষ্ণেন্দু বারিক, তরুণ মাইতি, সলিল বরণ মান্না, হিমাদ্রি মাইতি, ভবানী পণ্ডা, তাপস অধিকারী, বাসুদেব রাউল, তেহরান হোসেন, অাসপাক অালি খাঁন, ১২ ই জুলাই কমিটির মহকুমা অাহ্বায়ক দীপক প্রধান, পেনশনার্স সমিতির নেতৃত্ব লক্ষীকান্ত জানা প্রমুখ নেতৃবৃন্দ। সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় সরকার লকডাউন বিধি কে সামনে রেখে রেল সহ সমস্ত লাভজনক রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র কে বেসরকারী করনের মাধ্যমে দেশের স্বনির্ভরতাকে জলাঞ্জলী দেওয়ার খেলায় মেতেছেন। পেট্রোল ও ডিজেলে র উপর শুল্ক বাড়িয়ে মূল্য বৃদ্ধি এখন গগনচুম্বী। করোনা সংক্রমণ রোধে জরুরী ব্যবহার যোগ্য স্যানিটাইজার ও অন্যান্য চিকিৎসা সামগ্রী র উপর ১৮ শতাংশ হারে জিএসটি চাপিয়ে সাধারণ মানুষের বেঁচে থাকার পরিষেবা কে মহার্ঘ করে তুলছেন। কর্মী ছাঁটাই ও কর্মী সংকোচন অবাধে চলছে। সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন জানান কেন্দ্র ও রাজ্য সরকারের গোপন বোঁঝাপড়া জনজীবনে বিপর্যয় ডেকে এনেছে। এসবের বিরুদ্ধে তীব্র গণঅান্দোলনের পথই মানুষকে রক্ষা করতে পারবে বলে মতামত জ্ঞাপন করেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি প্রমুখ।
188 12,89,834