চিকিৎসা বিভাগে পড়াশুনা এবং চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয় কাজল মিত্র, :- দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থিত কবিগুরু এলাকায় মেডিকেল বিভাগে পড়াশুনা ও চাকরি দেওয়ার নামে একটি প্রতিষ্ঠান থেকে মলয় পাল, সম্রাট বোস এবং দ্বিজেন সরকার নামক তিনজনকে আটক করা হয়।এ প্রসঙ্গে সিটি সেন্টার ফাঁড়ি ইনচার্জ অখিল মুখোপাধ্যায় বলেন যে অভিযোগের ভিত্তিতে […]
রাতের অন্ধকারে ছাদের এডবেস্টর ভেঙে দুষ্কৃতীরা লুট করে নিয়ে গেল সোনার চেন, সোনার বালা, সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী। কাজল মিত্র :- আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর স্যাটেলাইট টাউন্সিপ এলাকার রেলকর্মী নিরঞ্জন প্রাসাদের বাড়ির চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।গৃহকর্ত্রীর কথায়, আজ ভোর সাড়ে তিনটে নাগাদ দরজায় ধাক্কা দেবার আওয়াজ সোনা যায়। প্রথমে তার মনে […]
খায়রুল আনাম, বীরভূম : কালীপুজোর রাতের বিবাদ থেকে এবার বেধে গেল দুই পাড়ায় ব্যাপক সংঘর্ষ। ঘটলো লুঠপাটের ঘটনাও। সিউড়ীর চাঙ্গুরিয়া গ্রামে কালীপুজোর রাতে মোটরবাইক চালানোর ঘটনাকে কেন্দ্র করে কোঠাল বাকুড়িপাড়া ও কুলেপাড়ার যুবকদের মধ্যে বিবাদের সূত্রপাত। এ নিয়ে গ্রামেরই কিছু মানুষের মধ্যস্থতায় প্রথমে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু কোন পাড়ার কে কার কাছে বেশি মার খেয়েছে […]