খায়রুল আনাম
পাইকর থানার কলহপুরের শেখ জাকির হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গ্রামের বাইরে থাকা তার একটি ফার্ম হাউস থেকে। পরে তিনি মারা যান। ওই ফার্ম হাউস থেকে পুলিশ সুরজমণি নামে এক আদিবাসী মহিলাকেও গ্রেপ্তার করেছে। পরে পুলিশ গ্রামেরই শেখ বাবু নামে এক যুবককেও গ্রেপ্তার করে। জানা যায়, সুরজমণি নামে ওই আদিবাসী যুবতীর বাড়ি ঝাড়খণ্ডের আমড়াপাড়ায়। সেখান থেকেই শেখ বাবু বছর ছয়েক আগে নিয়ে এসে নিজের কাছে রেখেছিল। শেখ জাকির হোসেনের ফার্ম হাউসেও সে কাজ করতো। আর সেখানেই শেখ জাকিরের খুন হওয়া ও সেখান থেকে সুরজমণির আটক হওয়ার মধ্যে যোগসূত্র রয়েছে বলেই মনে করা হচ্ছে। মৃতের ভাই শেখ পিয়ার মহম্মদ জানিয়েছেন যে, তার দাদা মৃত্যুর আগে তাকে খুন করার জন্য শেখ বাবুর নাম লিখে দিয়ে গিয়েছে।।