ভালো নেই
দীপঙ্কর চক্রবর্ত্তী
একদম ভালো নেই
এভাবে ভালো থাকা যায় না
জীবনে সুখের ডালপালায় আর পাতা
ফুল হয় না,নিংড়ে নিয়ে গেছে ভালোবাসার অস্তিত্ব।
কাঠ,লোহার আবদ্ধ জীবন জোড়াতালি দিতে দিতে
এগিয়ে চলেছি শেষ আয়ূর দিকে।
নতুন নতুন জন্ম দিনে হাল ছাড়া নৌকার মত
ভেসে চলেছি,ভেসে চলব এভাবেই যতদিন
আর কোন বিধাতা মুখ তুলে ডাক দেবে
ফিরে যাবো কৈলাশে।
নতুন ভোর ফিরে পাবো কবে
পরিজন নিয়ে আবার এগিয়ে যাবো সুখের খোঁজে।