খুঁজে পেতেই হবে
শ্যামল রায়
এখন যেন শুধুই অন্ধ জনের ভিড় দেখছি
সবটাই ঠিকঠাক আছে তবুও কেন আমরা অন্ধ সেজেছি?
বেলা অবেলায় শুধুই কুড়োতে ব্যস্ত থাকছি
চোখের ভেতর শুধুই অন্ধ জন
আকাঙ্ক্ষার জীবনযাপনটা
কেমন যেন পিছিলের মতো হয়ে যাচ্ছে
আমরা কেউ কেউ প্রেমিক হয়েও প্রেমিকার কাছে বলতে পারছি না
নতুন গাছের তলায় চলো
নতুন ভাবে বেঁচে উঠি
শুনছে না অনেকেই
নতুন ধানের শিসে
প্রেমিকার হাত দুটো ছুয়ে থাকলে
অন্ধ বাগানে আমার কবিতা হয়ে উঠত বেঁচে থাকার স্বপ্ন ভূমি।
