সুকান্ত ঘোষ
রাজ্য কৃষি বিপণন বিভাগের অন্তর্গত পূর্ব বর্ধমান জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির উদ্যোগে শুক্রবার রাজ্যের মধ্যে প্রথম eNAM পোর্টালের মাধ্যমে কেনাবেচা শুরু হয়েছে। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার বিক্রেতার থেকে কালনার ক্রেতা মোট ৫৫ কুইন্টল আলু, টমেটো এবং বাঁধাকপি অনলাইনে দর দিয়ে কেনেন। জেলা শাসকের দপ্তরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজয় ভারতী , অতিরিক্ত জেলাশাসক হুমায়ুন বিশ্বাস, কালনা মহকুমাশাসক সুমন সৌরভ মহান্তি, পূর্ব বর্ধমান জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব সুদীপ পাল প্রমুখ। ক্রেতার হাতে eNam পোর্টালে অংশগ্রহণের লাইসেন্স তুলে দেন জেলাশাসক বিজয় ভারতী।
ভারত সরকারের কৃষি মন্ত্রক,পশ্চিম রাজ্য কৃষি বিপণন পর্ষদ ও অন্যান্য সহযোগী সংস্থার উদ্যোগে কৃষি পণ্যের সর্বাধিক মূল্য সংগ্রহের জন্য eNAM (National Agricultural Market) বা অনলাইন জাতীয় কৃষি বাজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এতে
খুশি কৃষিজাত ব্যবসায়ীরা।