সাধন মন্ডল
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে জয়জয়কার বাঁকুড়ার। যদিও সংসদের পক্ষ থেকে মেধা তালিকা প্রকাশ করা হয়নি সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ঘোষণা করা হয়েছে 500 এরমধ্যে 4 99
বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র গৌরব মন্ডল ও কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্পণ মন্ডল এরা দুজনেই 499 নাম্বার পেয়েছে তাই যুগ্ম প্রথম বলে ধরে নেওয়া হচ্ছে। সংসদের পক্ষ থেকে ঘোষণা করা হয় 499 নম্বর সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার। সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ের রুপ সিনহাবাবু ও মৌ দাস মহন্ত 497 নম্বর পেয়েছে। এছাড়া গড় রায়পুর উচ্চ বিদ্যালয়ের সুমন দে 496, খাতড়া উচ্চ বিদ্যালয়ের বর্ণালী চক্রবর্তী, সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ের জয়দীপ মান্না,প্রত্যেকেই 496 নাম্বার পেয়েছে। 498 নাম্বার পেয়েছে ওন্দা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া দত্ত, কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিল্পা দত্ত পেয়েছে 497। 495 নম্বর পেয়েছে পাঁচজন ছাত্র-ছাত্রী তারা হল সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ের অনুভব পন্ডা, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের লোপামুদ্রা পাত্র, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় পারমিতা পাত্র ও সৌরভ সিনহা। এছাড়া কৃষ্ণপুর গোহালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাথী সাই 495 নম্বর পেয়েছে। জঙ্গলমহলের মটগোদা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী স্বাগতা মন্ডল 494 পেয়েছে। এছাড়া 494 পেয়েছে কোতুলপুর উচ্চ বিদ্যালয় এর সোহম চ্যাটার্জী পাত্রসায়ের বামিরা গুরুদাস ইনস্টিটিউশন এর বৃষ্টি পাঠক, শাশপুর ধীরেন্দ্রনাথ সিংহ ইনস্টিটিউটের প্রিয়া সাম রাহুল ঘোষ বিশ্বজিৎ নাগ প্রত্যেকেই 494 নম্বর পেয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে।গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র তন্ময় মণ্ডল ৪৯৩ পেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছে। বাংলার খবরা খবর এর পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই