ভারতীয় মজদুর চিত্তরঞ্জন কর্মচারী সঙ্ঘের ১১ জন কর্মীসমর্থক দলে যোগদান।
কাজল মিত্র
:- বেসরকারীকরণ, আউটসোর্সিং, অফলডিং ও কেন্দ্র সরকারের দুর্নীতির অবস্থা দেখে ভারতীয় মজদুর ইউনিয়ন থেকে ১১ জন কর্মী সমর্থক চিত্তরঞ্জন কর্মী ইউনিয়ন ফাউন্ডার মেম্বার ইন্টক এবং এনএফআইআর এর চিত্তরঞ্জন মেন্স কংগ্রেসে যোগদান করেন ।
রাজীব গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে বিএমএস থেকে চিরেকা কর্মি আলোক সিংহ, ইন্দ্রজিৎ সিংহ, বিমল সিংহ, মুকেশ সিংহ, জেএন চৌবে সহ ১১ জন লোককে ইন্দ্রজিৎ সিং এর হাত ধরে ইন্টকএ যোগদান করানো হয়। এদিন যোগদানের সময়
আলোক সিংহ জানান যে দলের হয়ে আমরা এতদিন সমর্থন দিতাম সেই দলেই আজ আমাদের
শ্রমিকদের উপর অত্যাচার শুরু করেছে ।ওই পার্টিতে থেকে শুধু সাধারণ শ্রমিকদের আহিত করা করা কিছুই ভাবা হতনা।
তাছাড়া এই কেন্দ্র সরকারের মজদুর সংঘ শ্রমিক দের বিপক্ষে সব কাজ করে চলে ।কারন ত্রা শ্রমিক বিরোধী রাজনীতি ও কূটনৈতিক রাজনীতি করে থাকে ।যার ফলে আমরা সকলে ওই পার্টি ছেড়ে আজ এই দলে যোগদান করলাম ।
এদিন এই যোগদান এর সময় উপস্থিত ছিলেন,এস কে লাহা, ইন্দ্রজিৎ সিংহ, সঞ্জীব সাহি, নেপাল চক্রবর্তী,সহ অনেকে ।