রাজ্যজুড়ে চলছে তৃতীয় দিনের সম্পুর্ন লকডাউন
কাজল মিত্র
:- বৃহস্পতিবার রাজ্য জুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। চলতি মাসের তৃতীয় লকডাউন এ দিন। এই মাসের প্রথম লকডাউন ছিল গত পাঁচ তারিখ। আনলক পর্বে কোভিড সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সাপ্তাহিক এই লকডাউন পদ্ধতি কার্যকর করতে তৎপর হয়েছে পুলিশ। এর আগেও লকডাউনের দিনগুলিতে কড়া হাতেই নিয়ন্ত্রণ করতে দেখা গিয়েছিল পুলিশকে।
বৃহস্পতিবার আসানসোল সহ রূপনারায়নপুর এর বিভিন্ন জায়গায় লকডাউনেও প্রশাসনের কড়া নজর রয়েছে।যদিও বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি ছিল প্রবল এর জেরে মানুষের দেখা কম মিললেও কিছু কিছু মানুষের দেখা মিলল ।তাছাড়া সকাল থেকেই বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশকর্মী এবং অফিসারদের মোতায়েন করা হয়েছে।মোতায়েন রয়েছে রূপনারায়নপুর ও ডুবিডিহি ঝাড়খন্ড বাঙ্গাল চেকপোস্ট এও।
অন্যান্য রাজ্য থেকে কোনও গাড়ি যাতে ঢুকতে না-পারে,তার জন্য প্রবেশপথগুলিতে নাকা তল্লাশি চলছে।বিভিন্ন জায়গায় রাস্তার মাঝে গার্ডরেল দিয়ে ওই তল্লাশি চলছে। রয়েছে বিভিন্ন থানার ট্র্যাফিক গার্ডের সঙ্গে রয়েছে থানার অফিসারেরাও।