গোপাল দেবনাথ
আজকের দুনিয়ায় কর্ম ব্যস্ততার কারণে সব সময় দোকান ও বাজারে যাওয়া সম্ভবপর হয়না। এমন কি ইচ্ছে করলেও হোটেল ও রেস্টুরেন্টে যাওয়া প্রায় একপ্রকার হয়ে ওঠে না। এই দীর্ঘ লক ডাউন কালেও অনলাইন সরবরাহ কর্মীদের কাজ কিছুটা কমলেও তারা তাদের পরিষেবার কোনো প্রকার খামতি রাখছে না। করোনা ভাইরাসের ভয় কে তুচ্ছ মনে করে নিজের জীবন বিপন্ন করে শুধুমাত্র নিজের এবং পরিবারের পেটের তাগিদে সব ধরণের কষ্ট সহ্য করে বাড়ি বা অফিসে খাবার বা অন্যান্য সামগ্রী পৌঁছে দেয়। এই কাজ করতে গিয়ে প্রায় প্রত্যেককে ‘ইএমআই’ এর মাধ্যমে মোটর সাইকেল বা স্কুটি কিনতে গিয়ে প্রতিমাসে অনেক টাকা ইএমআই বাবদ দিতে হয়। বর্তমানে আমাদের দেশের জনপ্রিয় অনলাইন ডেলিভারি সংস্থা সুইগি তাদের ডেলিভারি কর্মীদের কমিশন কমিয়ে দিয়েছে বলে অভিযোগ। সুইগি কর্মীদের কমিশন কমিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল প্রায় ৩৫০ জন সুইগি কর্মী বাগুইআটি থানার সামনে প্রতিবাদে সামিল হয়। এই প্রতিবাদ জমায়েতে উপিস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সভাপতি কুনাল সাহা, সৌমমশংকর বোস সহ আরও অনেকে। সুইগি কর্মীদের বক্তব্য আমাদের কমিশন এর বিষয়টি একটু সহানুভূতির সাথে কতৃপক্ষের বিবেচনা করা উচিত। এই কমিশন এর উপরেই আমাদের পুরো পরিবার নির্ভরশীল।