সাধন মন্ডল
করোনা জয়ীদের সংবর্ধনা দিলো সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স ও কর্মীরা। উল্লেখ্য সম্প্রতি সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিশ্বরূপ সনগিরি ও স্টাফ নার্স সঞ্চয়িতা গরাই এর করোনা পজিটিভ ধরা পড়ে, ধরা পড়ার পরেই তারা হোম আইসোলেশন এ চলে যান সেখান থেকে সুস্থ হয়ে আজ স্বাস্থ্য কেন্দ্রে আসেন তাদের ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানালো সহকর্মীরা। করোনা জয়ীরা সহকর্মী ও উপস্থিত মানুষজনকে বার্তা দিলেন করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না সরকারি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাকে জয় করা অসম্ভব কিছুই নয় তার জলজ্যান্ত উদাহরণ আমরা বলে জানালেন সারেঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিক বিশ্বরূপ সনগিরি ও নার্স সঞ্চয়িতা গরাই। আগামীদিনে তারা করোনাযোদ্ধা হিসাবে এলাকায় কাজ করবেন। এলাকার মানুষকে সচেতন করবেন বলে জানালেন তারা।তাদের এই লড়াইকে কুর্ণিশ জানালো সারেঙ্গার মানুষ।