শ্যামল রায়
বুধবার নদীয়া জেলার এস ই ডাবলু কোম্পানির শ্রমিকদের উদ্যোগে বিক্রমশীল চূড়ায় কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের বাহাদুরপুর মায়া কোল এলাকায়। শ্রমিকদের মধ্যে অন্যতম পিন্টু ঘোষ জানিয়েছেন যে ইতিমধ্যে 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ এর ফলে বহু নামি দামি গাছ কাটা পড়েছে এছাড়াও বিগত ধরে প্রচুর নামি দামি গাছ ভেঙে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে তাই আমরা সারা বিশ্ব জুড়ে চলছে পরিবেশ রক্ষার্থে আন্দোলন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এদিন বহু নামিদামি গাছ রোপণ করেছি রাস্তার দু’পাশে।
অর্জুন শিশু কৃষ্ণচূড়ার গাছ আমরা রোপণ করেছি।
এইসকল নামিদামি গাছ আগামী দিনে আমাদের সকলের সম্পদ হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করছি।
রাস্তার দু’পাশে গাছ লাগানোর কাজ চলছে জোড় কদমে।