সুরজ প্রসাদ
রেশনের চাল বিক্রির অভিযোগে আটক মুদিখানা ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বর্ধমানের এগ্রিকালচারাল ফার্ম এলাকায়। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ হানা দেয় ওই মুদিখানায়।মুদিখানা দোকান থেকে পুলিশ উদ্ধার করে ৫৯ বস্তা রেশনের চাল।এই ঘটনায় মুদিখানা দোকানের মালিক বিপদতারণ মল্লিককে পুলিশ আটক করেছে।এই নিয়ে অশন্তোষ এলাকায়।স্থানীয় বাসিন্দারা বলেন যারা এভাবে রেশনের চাল বিক্রি করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন।লকডাউনে বহু মানুষ কাজ হারিয়ে ঘরে বসে আছে। রেশনে দেওয়া চালই তাদের একমাত্র খাবার।সেখানে বহু মানুষ চাল পাচ্ছে না। রেশন ডিলাররা বিভিন্ন অছিলায় উপভোক্তাদের বঞ্চিত করছে।অথচ বস্তা বস্তা রেশনের চাল রাতের অন্ধকারে পাচার করে দেওয়া হচ্ছে।
এই বিষয়ে ব্যবসায়ীর পরিবার কিছু বলতে অস্বীকার করে।
প্রতিদিনই রেশন না পাওয়ার অভিযোগ জমা পড়ছে প্রশাসনের কাছে। জেলার বহু মানুষ ডিজিটাল রেশন কার্ড পায় নি।ডিজিটাল রেশন কার্ড না থাকায় এই লকডাউন ও কোভিডের সময়েও জেলার বহু মানুষ রেশনের খাদ্য সামগ্রী পাচ্ছেন না। অনুমানিক প্রায় গোটা জেলায় পঞ্চাশ হাজারের বেশি উপভোক্তার রেশন কার্ড নাই।
এলাকার বাসিন্দা প্রভাত দাস বলেন সাধারণ মানুষকে ঠকিয়ে একশ্রেণির অসাধু রেশন ডিলার নিজেদের মুনাফার লোভে যা খুশি করছে।
এই বিষয়ে জেলা খাদ্য নিয়ামক আবির বালি বলেন অভিযোগ পাওয়া গেছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি খাদ্য দপ্তরও তদন্ত শুরু করেছে।