চালের দানায় ভারতের ম্যাপ একে বিশ্বের দরবারে আলিপুরদুয়ারের স্নেহাঅভাবনীয় কীর্তি ঘটিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশ তথা আলিপুরদুয়ার জেলার নাম উজ্জ্বল করেছেন আলিপুরদুয়ারের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোট একটি ছালের দানার মধ্যে ভারতের ম্যাপ বানিয়ে ইন্টার্নেশনাল বুক অব রেকর্ডসে নাম তুললেন সূর্যনগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্নেহা দাস। ছোট্ট চালের দানার উপর ভারতের ম্যাপ একে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্নেহা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। সমগ্র বিশ্বের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তার শিল্পকলার মাধ্যমে জেলার নাম উজ্জ্বল করেছে স্নেহা দাস। আজ তাকে তার এই অনন্য কৃতিত্বের জন্য সম্বর্ধনা জানান আলিপুরদুয়ারের বিধায়ক ডক্টর সৌরভ চক্রবর্তী। আজ সৌরভ বাবু তার নিজের বাড়িতে স্নেহাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান এবং আশীর্বাদ করেন। আজ সৌরভ বাবুকেও ছোট্ট একটি চালের দানায় আঁকা ভারতের ম্যাপ বানিয়ে উপহার দেন স্নেহা। তার এই কৃতিত্বে সমগ্র জেলাবাসী ভীষণ খুশি।
