সেখ নিজাম আলম
দূর্ঘটনায় মৃত্যু কাঁকসায়— সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে কাঁকসার দু নম্বর কলোনির মোড় গ্রাম রাজ্য সড়কের উপর। মৃতের নাম বিশ্বজিৎ মালি ২৫ বছর বয়স। বোলপুর থেকে পানাগড়ে আসার সময় গর্ত বাঁচাতে গিয়ে একটি ধান বোঝাই লরি নিয়েন্ত্রন হারিয়ে একটি স্কুটি আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি আরোহীর। স্কুটির পিছনেই ছিলো একটি মোটরবাইক। নিয়েন্ত্রন হারিয়ে স্কুটির পিছনে ধাক্কা মারে মটরবাইকটিও আহত হয় দুই মোটরবাইক আরোহী।
ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে পাঠায়।
পুলিশ ঘাতক লরিটিকে আটক করতে গেলে বেহাল রাস্তা মেরামতের দাবি জানিয়ে পানাগড় মোড়গ্রাম রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। দুর্ঘটনার জেরে পানাগড় মোড় গ্রাম রাজ্যসড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে।