বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পাণ্ডবেশ্বরে
কাজল মিত্র
:-রবিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত লাউদোহা ফরিদপুর ব্লকের মাদার বনিতে ১৩০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি ও ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত মুখার্জি বিজেপি কর্মীদের কে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। পাশাপাশি সুজিত বাবু বলেন যে কোরোণা পরিস্থিতিতে যেভাবে বিধায়ক মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্তমানে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। একি মঞ্চ থেকে জিতেন্দ্র তেওয়ারি তোপ দাগলেন সাংসদ বাবুল সুপ্রিয়র দিকে । বিধায়ক বলেন যে কোরোনা আবহে সাড়ে চার থেকে পাঁচ মাস আসানসোলের সা়ংসদ বাবুল সুপ্রিয়কে দেখা যায়নি কারণ ওনার সময় নেই, আমরা দেখছি যে ফেসবুকে উনি ভালো চুলের কাটিং এর ফটো দেন, কখনো আবার কুকুরের সাথে খেলা করে ফটো দেন, কখনো আবার মোটরসাইকেল নিয়ে ঘুরছে সেই ফটোও দেন। তাতে আমাদের কোন দুঃখ নেই তবে যে মানুষগুলো আপনাকে সাংসদ বানিয়েছে তাদের এই সংকটকালে আপনি একটু পাশে দাঁড়ালে আপনার কিছু একটু যায় আসতো না। পাশাপাশি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন যে চায়না থেকে ভারত বর্ষ, বিহার থেকে বাঙাল সবাই চলে আসছে এই করোনা পরিস্থিতিতে, উনি দিল্লি থেকে আসানসোলে আসতে পারলেন না যদিও একবার তিনি একবার কলকাতাতে এসেছিলেন তবে আসানসোলে ওনাকে দেখা যায়নি।