দীপঙ্কর চক্রবর্তী
চলছে বেশ চলছে, সময় বুঝে বেড়িয়ে আসে চাঁদও
রাতের জোৎস্না গড়িয়ে পরলে অবুঝ মন
তরী ভাসিয়ে দেয় নদীতে।
তোমার গলায় আগমনী সুর আবার কি ভাসিয়ে দেবে,
আগের মতই শিউলি,কাশ নিয়ে আমরাতো মাততে পারবো না-
ছোট ছেলে মেয়েটি ঘুম জড়ানো গলায় মাকে
গলা জড়িয়ে বলবে না, খিদে পেয়েছে মা।
তবু অহর্নিশ বেজে যাবে, কান পাতলে শুনতে পাবো
ঢাকের বোল,আগমনীর সুর
তোমাকে দেখতে পাবো না উপোসী শাড়ীর মানবীতে।
কান পাতলে শুনতে পাইএগিয়ে আসছে মৃত্যু মিছিল
গরম সাদা সফেন ভাতে আমাদের জীবন এঁকেবেঁকে চলবে।
পৃথিবী মরমে শান্ত হবার আগেই রাত পেঁচা নির্দেশ দিয়ে বলবে
তোমরা পবিত্র হও,সঠিক দড়জাদিয়ে প্রবেশ করে
আবার সূর্যোদয় দেখ,
আমাদের বহু পথ বাকি,
আমাদের বেঁচে থাকার লড়াই দীর্ঘজীবি হোক।।
226 12,89,834