শ্যামল রায়
স্বাধীনতা দিবসের এই পুণ্যক্ষনে ঋহান্সী ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবদ্বীপ পৌরসভার মোড়ে নেতাজী সুভাসচন্দ্র বসু সহ বিভিন্ন মনীষীদের মূর্তি পরিস্কারের সাথে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন এবং
ঋহান্সী ফাউন্ডেশন এর প্রতাপনগর ইউনিট এর খুদেদের নিয়ে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
সভাপতি স্বপন আচার্য জানিয়েছেন যে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে আরো একবার মানুষের ক্ষুধা নিবারণের চেষ্টা করলাম।পথচলতি কিছু অসহায় এবং প্রান্তিক মানুষ দের চিহ্নিত করে আমরা তাদের সামান্য কিছু খাদ্য দ্রব্য তুলে দিলাম।
এই মানুষ জনের মুখের তৃপ্ত হাসি আমাদের কাছে যেন অক্সিজেন এর মতন কাজ করে এবং আশাকরি এই ভাবেই আমরা আগামিদিনে এগিয়ে চলবো। এছাড়াও বছরের বিভিন্ন সময় নানান ধরনের অসহায় মানুষদের মতো আমরা নানান ধরনের কাজ করে থাকি।