সাধন মন্ডল
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের চিলতোড় অঞ্চলের সিদি গ্রামের তিরিশটি পরিবার। দাবি চিলতোড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ প্রসাদ মিশ্রের। কল্যান বাবু বলেন বিজেপির মোহ কাটিয়ে তৃণমূলে ফিরে এসেছে আজ বিকেলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তৃণমূলে যোগ দেওয়া পরিবারগুলোর হল বংশী দুলে, গণেশ দুলে, বিফল দুলে, বিকাশ দুলে সহ আরো অনেকে ও তাদের পরিবার।