গোপাল দেবনাথ
আজ 74 তম স্বাধীনতা দিবসের পতাকা তলে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের যোদ্ধা দের শ্রদ্ধা ও প্রণাম জানাই.1757 সালে পলাশীর প্রান্তরে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সিরাজের পরাজয়ের জন্য.তার পর থেকে প্রায় 200 বছর পর আজকের এই দিনটিতে ভারত স্বাধীনতা লাভ করে.বৃটিশ দের নির্মম অত্যাচারএর বিরূধ্যে জনগণ জেগে উঠে ছিলো. প্রচুর রক্ত ক্ষরণ হয়েছিল অসংখ্য প্রাণ দানের বিনিময়ে বৃটেন স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল. কিন্তু আমরা কি এই
স্বাধীনতা চেয়েছিলাম. যেখানে এখনো সামাজিক বৈষম্য, বর্ণ বৈষম্য, অর্থ নৈতিক বৈষম্য, অন্ধ ধর্মান্ধতা ছত্রে ছত্রে বিরাজ করছে.ভারতের প্রায় 30% মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান নেই.আমরা হিউম্যান রাইটস এর পক্ষ থেকে অল্প সংখ্যক মানুষের উপকার করে থাকি. তাই আজ এই স্বাধীনতা দিবসের দিনে গরীব অসহায় দের জন্য কিছু খাবার দুপুরে আয়োজন . আর কিছু পুষ্টি জাত খাবার তাদের মধ্যে বিতরণ করা হয়. বেদানা. আপেল. মুসুম্বী. আঙ্গুর.কিন্তু এটাই সমাধান নয়. আজ এই স্বাধীনতার পতাকা তলে আমাদের শপথ নিতে হবে যাতে এই বৈষম্য দূর করতে পারি.. বন্দেমাতরম…জয় হিন্দ.