শুভ ঘোষ
১৫ই আগষ্ট দক্ষিণ 24 পরগনার চকপরান 219 নম্বর বুথ যুবশক্তি পদযাত্রা আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুচান ব্যানার্জি (সহকারি সভাপতি বজবজ২, স্বপন হাতি পর্যবেক্ষক, রিতা মিত্র সভাপতি বজবজ ২, শুভেন্দু দাস অঞ্চল সভাপতি, রঞ্জিত সরদার প্রধান, আরও অনেকে উপস্থিত ছিলেন।