সেখ রতন
গোটা দেশের সঙ্গে বর্ধমানেও ৭৪তম স্বাধীননতা পালিত হচ্ছে। এদিন জেলাশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক বিজয় ভারতী। পাশাপাশি জেলা পরিষদের কার্যালয়েও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়।সেখানে উপস্থিত ছিলেন সভাধিপতি শম্পা ধাড়া ও সহসভাধিপতি দেবু টুডু। জেলা পুলিশ লাইনেও জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জী। তবে কোভিডের কারণে ও সরকারি নির্দেশিকা মেনে কোথায় বেশী জমায়েত করা হয় নি।করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখেই স্বাধীনতা দিবস পালন করা হয়।
এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়।