শুভদীপ ঋজু মন্ডল
কন্যাশ্রী দিবস পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কন্যাশ্রী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এটা সপ্তবর্ষ কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে। যদিও এই মহামারীর কারণে অনুষ্ঠানসূচী কাটছাঁট করতে হয়েছে। এবারে কন্যাশ্রী দিবস পালিত হল রায়পুর কমিউনিটি হলে উপস্থিত ছিলেন রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দাস, রায়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা মাহাতো, রায়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শান্তি নাথ মন্ডল, কন্যাশ্রী প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ সাহু, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল প্রমূখ কর্মসূচি উপলক্ষে একটি ট্যাবলো সারা ব্লক পরিদর্শন করে। ট্যাবলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দাস মহাশয় তিনি কন্যাশ্রী দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। অনুষ্ঠান মঞ্চে দুই হাজার কুড়ি সালে রায়পুর ব্লকের মাধ্যমিক উচ্চমাধ্যমিকে রাজ্যের স্থানাধিকারী দের সম্মাননা জানানো হয়। কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পদক ও একটি করে ঘড়ি তুলে দেন অতিথিবৃন্দ। করোনা পরিস্থিতির জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিক সচেতনতার বার্তা দিয়ে বলেন রায়পুর গ্রামীণ হাসপাতালে করোনা টেস্ট হচ্ছে সকলে গিয়ে টেস্টিস করিয়ে নিতে পারেন। এছাড়া উপস্থিত থাকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সাবধানে থাকবেন মাস্ক ব্যবহার করবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন।উপস্হিত সকলের জব্য দুপুরের আহারের ব্যবস্হা ছিল।