সেখ নিজাম আলম
পঞ্চায়েতে ডেপুটেশন ১৪ই অাগষ্ট গলসী১ এর চাঁকতেঁতুল গলসী১ AIKSএর নেতৃত্বে কাজ ও খাদ্যের দাবিতে এবং পঞ্চায়েতে দূর্নীতির প্রতিবাদে চাকতেঁতু্ল গ্রামপঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন দিলেন। পঞ্চায়েত প্রধান কৃষকের এই দাবিগুলি খুঁটিয়ে দেখেন।
ডেপুটেশনের যে কয়েকটি মূল দাবীগুলি ছিল,তা হলোঃ–১) গ্রামে ফিরে আসা সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হবে ও ফুড কুপন দিতে হবে।
২) আয়করের সীমারেখার বাইরে থাকা সকল পরিবারকে মাসিক ৭৫০০ টাকা ও মাথা পিছু ১০ কেজি খাদ্য দ্রব্য দেবার দাবিতে
৩) সমস্ত গরীব মানুষকে আবাস যোজনার মাধ্যমে বাড়ি দিতে হবে।
৪)রেগায় ২০০ দিন কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরীর দাবিতে
৫) বিধবা বৃদ্ধদের ভাতা দিতে হবে
৬) বিবিধ